• December 26, 2024

মিডিয়া ফ্রেন্ডস্ একাদশ’র জার্সি উম্মোচন, প্রতিপক্ষ পুলিশ একাদশ

মোঃ শাহ আলম, গুইমারা: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বংলাদেশ সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্টে গনমাধ্যম কর্মীদের টিম “মিডিয়া ফ্রেন্ডস্ ক্রিকেট একাদশ” এর অফিসিয়াল জার্সি আনুষ্ঠানিকভাবে উম্মোচন করা হয়েছে।

গতকাল সন্ধ্যায় ১৪ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি সেনা জোন অধিনায়ক লে: কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জার্সি উম্মোচন করেন।

এসময় অন্যান্যদের মাধ্যে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোন উপ-অধিনায়ক মেজর তৌহিদ, গুইমারা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মেমং মারমা, মিডিয়া ফ্রেন্ডস্ এর টীম ম্যানেজার শাহ আলম, কোচ আমির হোসেন, টীম অধিনায়ক মিন্টন বড়ুয়া, মিডিয়া ফ্রেন্ডস্ এর পরিচালক এম.সাইফুর রহমান, সাংবাদিক আবদুল আলী, সাংবাদিক আবুল হোসেন রিপন সহ গনমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ। কমলা-কালো সবুজ রংয়ের মিশ্রনে টীম জার্সিটি ইতিমধ্যেই সর্বমহলে প্রশংসিত হয়েছে।

শুক্রবার বেলা ২টায় গুইমারা মডেল হাই স্কুল মাঠে মিডিয়া ফ্রেন্ডস্ একাদশ তাদের প্রথম ম্যাচে বাংলাদেশ পুলিশ বাহিনী একাদশের বিপক্ষে লড়বেন। দলীয় অধিনায়ক মিন্টন বড়ুয়া জানান, আমরা ম্যাচ জয়ে শতভাগ আশাবাদী। প্রতিটি খেলোয়াড় তাদের শতভাগ দিয়ে খেলে জয় নিশ্চিত করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই কথা কোচআমির হোসেন ও টীম ম্যানেজারের মুখে।

উল্লেখ্য, গত শুক্রবার এক বণাঢ্য আয়োজন এবং প্রীতি ম্যাচের মাধ্যমে টুনার্মেন্টের শুভ সূচনা হয়। এতে সিন্দুকছড়ি জোনের আওতাধীন এলাকায় ১৭টি দল ৪ গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহন করছে। গুইমারা, মানিকছড়ি সহ ৪টি ভ্যেনুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post