• December 13, 2024

মিথ্যা মামলায় জামিন পেলেন সাংবাদিক জীবন মুছা

চট্টগ্রাম ব্যুরো: মিথ্যা চাঁদাবাজি মামলায় জামিন পেলেন দৈনিক বর্তমান ও অনলাইন নিউজ পোর্টাল ব্রেকিংনিউজডটকম’র চট্টগ্রাম ব্যুরো প্রধান সাংবাদিক জীবন মুছা। মঙ্গলবার চট্টগ্রাম সিনিয়র জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হেলাল উদ্দিন আদালত শুনানী শেষে তাঁকে জামিন মঞ্জুর করেন।

সাংবাদিক জীবন মুছা’র আইনজীবি সিনিয়র এডভোকেট তরুণ কিশোর দেব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার সকালে চট্টগ্রাম সিনিয়র জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হেলাল উদ্দিন আদালতে জামিন আবেদন করা হয়। আদালত শুনানী শেষে তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন। জামিন শুনানীতে সিনিয়র আইনজীবি এড.তরুণ কিশোর দেব কে সহায়তা করেন এড.মিহির কুমার দে, এড. মিজানুর রহমান, এড.কামরুল ইসলাম, এড. টিপু চন্দ্র দে,এড. ওয়াহিদুজ্জামান, এড. কামরুল ইসলামসহ আরো বেশ কয়েকজন আইনজীবি।

উল্লেখ্য ফটিকছড়ির দুর্নীতিবাজ সিন্ডিকেট এর বিরুদ্ধে সরকারী প্রকল্পের অনিয়ম- দুর্নীতির সংবাদ প্রকাশ করায় গত ২৫ ডিসেম্বর ভুজপুর থানায় তাঁর বিরুদ্ধে মিথ্যা এ গায়েবি মামলা দায়ের করা হয়। গত ৭ ডিসেম্বর ঘটনা দেখিয়ে ১৮ দিন পর গত ২৫ ডিসেম্বর এ মামলাটি দায়ের করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post