মুক্তা ধর খাগড়াছড়ি নতুন এসপি
স্টাফ রিপোর্টার: পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে নতুন পুলিশ সুপার হিসেবে অপরাধ তদন্ত বিভাগের বিশেষ পুলিশ সুপার মুক্তা ধরকে খাগড়াছড়িতে বদলি করা হয়েছে। পাশাপাশি আরেকটি প্রজ্ঞাপনে খাগড়াছড়ির বর্তমান এসপি নাইমুল হককে টুরিস্ট পুলিশে পাঠানো হয়েছে। ১৭ জুলাই সোমবার জন নিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব এক প্রজ্ঞাপনে এ আদেশ দেন।
এছাড়া একই আদেশে বান্দরবান পুলিশ সুপার তরিকুল ইসলামকে নাটোরে বদলি করা হয়েছে। তাঁর স্থলে পদায়ন করা হয়েছে ট্যুরিস্ট পুলিশ ঢাকার পুলিশ সুপার সৈকত শাহীনকে।