• July 27, 2024

মুখে কালো কাপড় বেঁধে পুলিশি হামলার প্রতিবাদ খাগড়াছড়ি শিক্ষকদের

মোফাজ্জল হোসেন ইলিয়াছ, খাগড়াছড়ি: সারা দেশের ন্যায় পুলিশি হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে শিক্ষকের মুখে কালো কাপড় বেঁধে পুলিশি হামলার প্রতিবাদ করেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

২৬ অক্টোবর শনিবার সকাল ১১টায় দিকে খাগড়াছড়ি পানখাইয়া পাড়া সরকারি প্রাথমিক এর শিক্ষকরা ১০মিনিট ক্লাস বর্জন করে মুখে কালো কাপড় বেঁধে শিক্ষকদের উপর হামলার প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

এদিকে জেলার মাটিরাঙ্গা, গুইমারা, রামগড়, মানিকছড়ি, লক্ষীছড়ি, মহালছড়ি ও দীঘিনালা উপজেলায়ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা একর্মসূচি পালন করার খবর পাওয়া গেছে। প্রসঙ্গত, দাবি আদায়ের জন্য গত ২৩ অক্টোবর ঢাকার মহা সমাবেশে গিয়ে পুলিশের হামলার শিকার হয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post