মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে দরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

স্টাফ রিপোর্টার: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে গরীব ও অসহায়দের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। দারিদ্র বিমোচন/স

দীঘিনালায় ঝুলন্ত লাশ উদ্ধার
“অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’’ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি লক্ষ্মীছড়িতে
মানিকছড়িতে বাস উল্টে আহত ৫, চমেক প্রেরণ একজনকে

স্টাফ রিপোর্টার: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে গরীব ও অসহায়দের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।

দারিদ্র বিমোচন/সাবলম্বী করার লক্ষ্যে জেলা প্রশাসনের অর্থায়নে গরিব অসহায় মহিলাদের মাঝে ৯টি উপজেলার ১০০ পরিবারের মাঝে ১০০টি ছাগল বিতরণ করা হয়।

১২নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্ক ফোর্সের চেয়ারম্যান, কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ছাগল বিতরণ করা হয়।

খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিব উল্লাহ মারুফ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন, খাগড়াছড়ি রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান এডভোকেট জসিম উদ্দিন মজুমদার প্রমূখ।

এদিকে জেলার লক্ষ্মীছড়ি, মানিকছড়ি ও দীঘিনালা উপজেলাসহ ৯টি উপজেলায় একযোগে জেলা প্রশাসকের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তারা ছাগল বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।