• July 9, 2025

মুহাম্মদ ইয়াছিন লক্ষ্মীছড়ির নতুন ইউএনও

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করেছেন মুহাম্মদ ইয়াছিন (শিমুল)। ২৩জুলাই বৃহস্পতিবার সকালে তিনি লক্ষ্মীছড়ি উপজেলায় কর্মস্থালে আসলে উপজেলা পরিষদের পক্ষ হতে ফুল দিয়ে বরণ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন চেয়ারম্যান বাবুল চৌধুরী। পরে নবাগত লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইয়াছিন পূর্বনির্ধারিত মাসিক সমন্বয় সভায় যোগ দিয়ে সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন।

বিদায়ী লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় উপজেলার সরকারি কর্মকর্তা, ভাইস চেয়ারম্যান, জনপ্রতিনিধি, সাংবাদিক উপস্থিত ছিলেন। সভায় উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী প্রধান অতিথির বক্তব্য রাখেন। গত ১৫জুলাই খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মুহাম্মদ ইয়াছিন যোগদান করেন।

লক্ষ্মীছড়ির নতুন ইউএনও মুহাম্মদ ইয়াছিন চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার, সুন্দরপুর ইউনিয়নে নিজ বাড়ি। তিনি নোয়খালী কোম্পানিগঞ্জ উপজেলার এসিল্যান্ড হিসাবে নিযুক্ত ছিলেন। মুহাম্ম ইয়াছিন (শিমুল) শিক্ষাজীবনে ফটিকছড়ি করোনেশন আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, চট্টগ্রাম ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে অনার্স মাস্টার্স সম্পন্ন করেন। তিনি ৩৩ তম বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্য। ব্যক্তিগত জীবনে সে এক সন্তানের জনক।

বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল ২০১৭সালের ৫ফেব্রুয়ারি লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। ঢাকার গাজিপুরে পাবলিক এ্যাডমিনিস্ট্রেশন ট্রেণিং সেন্টারে সরকারি এক আদেশে বদলী করা হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post