• July 27, 2024

মোবাইল রিচার্জে প্রতারণা….

স্টাফ রিপোর্টার: মোবাইল রিচার্জে প্রতারণা। মোবাইল ম্যাসেজ এর মাধ্যমে প্রতারণার শিকার হয়েছেন লক্ষ্মীছড়ি বাজারের রিচার্জ ব্যবসায়ী মো: তোয়াবুর রহমান। হাতিয়ে নিয়েছে ৫০০ টাকা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যার দিকে।

রিচার্জ ব্যাবসায়ী মো: তোয়াবুর রহমান এ প্রতিনিধিকে জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টা ০৬মিনিটের দিকে ০১৭৮৬৯৩৪২২৯ থেকে এয়ারটেল রিচার্জ (যাহার নাম্বার ০১৬৩৮৪৫৩২০৩) কল আসে। অপর প্রান্ত থেকে বলা হয় আপনার সীমে রিচার্জ লাগবে কিনা? জানতে চাইলে টাকার সমস্যা লাগবে না, বলার পরেও আমাদের স্টাফ কম তাই কয়েকদিন আপনাদের এলাকায় যেতে পারবে না, অসুবিধা নেই ৫০০টাকা পাঠাচ্ছি পরে দিলেও চলবে মর্মে একটি ট্রানাজেকশন ম্যাসেজ পাঠায়। সরল বিশ্বাসে পর দিন ০১৩০২৮১৭১৬৮ নাম্বারে টাকা পাঠিয়ে দেই।

পরে গ্রাহকের কাছে রিচার্জ করতে গিয়ে ব্যালেঞ্চ শুন্য দেখায়। এ ঘটনার পর উক্ত নাম্বারে কল করলেও তাকে আর পাওয়া যায় নি। এভাবে যেনো আর কেউ প্রতারণার শিকার না হয়, সাবধান হওয়ার পরামর্শ দেন প্রতারণার শিকার মো: তোয়াবুর রহমান।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post