ম্যাক্স হাসপাতাল বন্ধের দাবীতে ফটিকছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে ভুল চিকিৎসায় সাংবাদিক কন্যা রাইফার মৃত্যুতে অভিযুক্ত চিকিৎসকদের শাস্তি ও ম্যাক্স হাসপাতাল বন্ধের দাবীতে ফটিকছড়ির বাসস্ট্যান্ড চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, রাইফা হত্যার তদন্ত প্রতিবেদনে চিহ্নিত ডাক্তারদের অনতিবিলম্বে আইনের আওতায় আনতে হবে। সাংবাদিকদের নামে কুৎসা রটানোর নায়ক ও হুমকি দাতা ডা. ফয়সাল ইকবাল, সাংবাদিক সমাজের কোন্দল সৃষ্টিকারী ডাক্তার খুরশিদ জামিল চৌধুরীকেও আইনের আওতায় আনতে হবে। অনতিবিলম্বে অপচিকিৎসার প্রাণকেন্দ্র ম্যাক্স হাসপাতাল বন্ধ করতে হবে। এসময় সাংবাদিক নেতারা বলেন, আমাদের কন্যা রাইফা হত্যার বিচারের দাবী আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। চিকিৎসা ব্যবস্থায় অরাজকতা বন্ধ করতে হবে। অন্যতায় আমরা কঠোর আন্দোলনের হুশিয়ারি উচ্চারণ করেন নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা বলেন, মানুষের পাঁচটি মৌলিক অধিকারের একটি চিকিৎসা। বিএমএ ’র নামেযে সব ডাক্তার চিকিৎসা ব্যবস্থাকে জিম্মি করতে চায় তাদেরকে চিহ্নিত করে তাদেও ডাক্তারী সনদ বাতিল করতে হবে। ফটিকছড়ি প্রেস ক্লাবের আহবায়ক আহমদ আলী চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে একাত্ত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান এম তহিদুল আলম বাবু, ফটিকছড়ি পৌরসভা মেয়র মো. ইসমাইল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, উপজেলা জাতীয় পর্টির সভাপতি আফছার আহমদ চৌধুরী, এডভোকেট লেয়াকত আলী চৌধুরী,এডভোকেট তরুন কিশোর দেব, এডভোকেট খোরশেদুল আলম টিপু , বি এন পি নেতা বজলুল রহিম, ফটিকছড়ির পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দীন, সাংবাদিক আবু মুছা জীবন , বিশ্বজিৎ রাহা,শহিদুল আলম, এম এস আকাশ , জাহাঙ্গীর উদ্দিন মাহমুদ , ইকবাল হোসেন মনজু, মোরশেদ মুন্না, রফিকুল ইসলাম, এনামুল হক, সাইফুর রহমান সোহান,সাহাবুদ্দীন রকি, উপজেলা আওয়ামীলীগের সদস্য রফিকুল ইসলাম, শ্রমিকলীগ নেতা হাবিবুর রহমান,উপজেলা ছাত্রলীগ সভাপতি জামাল উদ্দীন,ইসলামী ফ্রন্ট নেতা মওলানা মাসুদ করিম,অধ্যাপক রহমত উল্লাহ, শিক্ষক নেতা মাষ্টার ফোরকান মান্নান, ডাঃ বরুন কুমার আশ্চার্য বলাই প্রমুখ।