• February 9, 2025

যক্ষ্মা মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে শিল্পীদের নিয়ে মতবিনিময় সভা

খাগড়াছড়ি প্রতিনিধি: যক্ষ্মা মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে আজ শিল্পকলা একাডেমির স্থানীয় শিল্পীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল এগারটায় খাগড়াছড়ি জেলা শিল্পকলা একাডেমির হলরুমে যক্ষ্মা সম্পর্কে সচেতনতা মূলক এ মতবিনিময় সভায় আয়োজন করেন বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি নাটাব।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিভিল সার্জন ডাক্তার নুপুর কান্তি দাশ ও বিশেষ অতিথি ছিলেন ডাক্তার টুটুল চাকমা’সহ নাটাবের জেলা সমন্বয়ক হেলাল উদ্দিন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নাটাব এর সাধারণ সম্পাদক ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জীতেন বড়ুয়া।

মত বিনিময় সভায় সিভিল সার্জন বলেন,যক্ষ্মা এক সময়ে অভিশপ্ত রোগ ছিলো যা এখন আর নেই, যক্ষ্মা রোগ এখন নিরাময় যোগ্য।দেশের প্রত্যন্ত অঞ্চলেও সম্পূর্ণ বিনা মূল্যে যক্ষ্মা রোগের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন সরকার।পরে সংক্ষিপ্ত পরিসরে গান পরিবেশন করেন শিল্পকলার শিল্পীরা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post