যুব রেড ক্রিসেন্ট সোসাইটির দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণ মানিকছড়িতে
মানিকছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যুব রেড ক্রিসেন্ট খাগড়াছড়ি ব্র্যাঞ্চের মানিকছড়ি উপজেলার ইউনিটের উদ্যোগে নতুন ৫০ জন যুব সদস্যদের মাঝে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
৬ফেব্রুয়ারী সকালে উপজেলা যুব রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে জন সংযোগ বিভাগীয় প্রধান মো.আবুজাফর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো জয়নাল আবেদীন, বিশেষ অতিথি ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.শফিকুর রহমান ফারুক, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাখেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো.জাহেদুল আলাম মাসুদ,উপজেলা যুব লীগের সভাপতি সামায়ুন ফরায়েজী সামু,সম্পাদক জাহাঙ্গীর আলম,উপজেলা ছাত্র লীগের সভাপতি মো.জামাল হোসেন, সম্পাদক চলাপ্রু মারমা নিলয়,মানিকছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, যুব উপদেষ্টা চিংওয়ামং মারমা মিন্টু ও মডেল মসজিদে ইমাম মো.মাওলানা মাহদুল হক উপস্থিত ছিলেন।
এসময় উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন যুব প্রধান থোয়াইঅংপ্রু মারমা, মো.হাবিবুর রহমান, মো.রবিউল হাসান, মো. জুবায়ের হোসেন ও মো.আহাদান প্রমূখ