যোগ্যাছলা ইউপি নির্বাচনে এজেন্টকে মারধর ও কেন্দ্র দখল করে ভোট কারচুপির অভিযোগ বিএনপি’র
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার যোগ্যাছলা ইউনিয়ন পরিষদ নির্বাচন সীমানা জটিলতার কারণে গতবার নির্বাচন হয়নি।
অদ্য উক্ত নির্বাচনের ধার্য্য তারিখ ছিল। ইতিমধ্যে বিএনপির মনোনিত প্রার্থী সরকারি দলের প্রার্থীর অনেক হুমকি ধমকির মধ্যেও প্রচার প্রচারণা চালিয়ে আসছিল।
২৫ জুলাই সকাল ৮টায় নির্বাচন শুরু হওয়ার ঘন্টা দুয়েক পর প্রায় কেন্দ্রের বিএনপির মনোনিত এজেন্টকে মারধর করে বের করে দেয় এবং সরকারি দল ও প্রশাসনের ছত্র-ছায়ায় বহিরাগত ক্যার্ডার বাহিনী ব্যালটে নৌকা মার্কায় সীল মেরে বাক্স ভর্তি করে ফেলে। যাহা নির্বাচনের কোন নিয়মনীতিতে পড়ে না আিভযোগ করে খাগড়াছড়ি জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো: আবু তালেব স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেসবার্তায় উক্ত নির্বাচনের সরকারি দলের অনৈতিক কর্মকান্ডের এবং এজেন্টকে বের করে ইচ্ছামত সীল মারার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
পাশাপাশি এ ধরনের পাতানো নির্বাচনে ভবিষ্যতে অংশগ্রহণ না করার চিন্তা-ভাবনা করছি বিএনপি এমন হুশিয়ার করা হয় প্রেসবার্তায়