• December 26, 2024

যোগ্যাছোলা ইউপি নির্বাচন আওয়ামীলীগ প্রার্থী ক্যয়জরী মহাজন নির্বাচিত

স্টাফ রিপোর্টার: মানিকছড়ি উপজেলার ৩নং যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদের স্থগিত নির্বাচন ২৫ জুলাই (বুধবার) অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিপুল ব্যবধানে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ প্রার্থী ক্যয়জরী মহাজন নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৪ হাজার ১৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপি’র দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে উদীয়মান যুব নেতা (ব্যবসায়ী) মো. জামাল উদ্দীন পেয়েছেন ১ হাজার ৮৪৮ ভোট আর স্বতন্ত্র প্রার্থী এক সময়কার ত্যাগী বিএনপি নেতা বর্তমান পল্লী চিকিৎসক মো. আলমাছ মিয়া আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৮৫৯ ভোট।

সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ ভাবে একযোগে ৯টি কেন্দ্রে চলে ভোট গ্রহণ। শেষ হয় বিকাল ৪টায়।  রাত ৯টার সময় উপজেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার বিশ্বাস সুজন কুমার (অ:দ:) উপজেলা পরিষদ সভা কক্ষে যোগ্যাছোলা ইউপি নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী ক্যয়জরী মহাজন (নৌকা) কে চেয়ারম্যান হিসেবে, ইউপি সদস্য হিসেবে ১নং ওয়ার্ডে সুমন কান্তি চাকমা (ফুটবল) ২৪১ ভোট, ২নং ওয়ার্ডে মো. নুরুল ইসলাম (টিউবওয়েল) ২৫২ ভোট, ৩নং ওয়ার্ডে মো. আবদুল হামিদ (তালা) ১৭৬ ভোট, ৪নং ওয়ার্ডে মো. আ: মতিন মিয়া (বৈদ্যুতিক পাখা) ১৪৮ ভোট, ৫নং ওয়ার্ডে মো. শাহালম মিয়া (মোরগ) ২৯৭ ভোট, ৭নং ওয়ার্ডে মো. ইদ্রিস মিয়া (ফুটবল) ৭৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়াও ৬নংওয়ার্ডে মো. তৈয়ব আলী, ৮নং ওয়ার্ডে মো. আবদুল মতিন, ৯নং ওয়ার্ডে মো. জয়নাল আবেদীন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে ১,২ ও ৩নং ওয়ার্ডে ম্রাসাইন্দা মারমা (বক) ৮৪২ ভোট ৪,৫ ও ৬নং ওয়ার্ডে মোসা: শাহিনা আক্তার ( মাইক) ভোট, ৭,৮ ও ৯নং ওয়ার্ডে বুদু লক্ষী ত্রিপুরা (তালগাছ) ১৪৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্য পদে ২৫ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮ জন লড়ছেন। ইউনিয়নটিতে মোট ভোটার পুরুষ ৪৩৯০ জন, মহিলা ৪৪৫৩জন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post