যোগ্যাছোলা ইউপি নির্বাচনে বিজয়ী প্রার্থীদের শপথ গ্রহণ
আবদুল মান্নান,মানিকছড়ি: খাগড়াছড়ি জেলার মানিকছড়ি যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্টিত হয়েছে। ৩ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম শপথ বাক্য পাঠ করান।
গত ২৫ জুলাই উপজেলার ৩ নং যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিদের গেজেট প্রকাশের পর যোগ্যাছোলা ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান ক্যয়জরী মহাজনকে এ শপথ বাক্য পাঠ করানো হয়। অন্যদিকে বিকাল সাড়ে ৩টায় মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ উপজেলা পরিষদ হল রুমে শপথ বাক্য পাঠ করান নবনির্বাচিত সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা বিশ্বাস সুজন, যোগ্যাছোলা ইউপি’র বর্তমান চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগ মানিকছড়ি উপজেলার সভাপতি মো. জয়নাল আবেদীন এবং নবনির্বাচিত চেয়ারম্যান ক্যয়জরী মহাজন।
যোগ্যাছোলা ইউপি’র শপথ নেয়া জনপ্রতিনিধিরা হলেন, চেয়ারম্যান ক্যয়জরী মহাজন। সদস্য ১ নং ওয়ার্ড সুমন কান্তি চাকমা, ২ নং ওয়ার্ড মো.নুরুল ইসলাম,৩ নং ওয়ার্ড মো. আবদুল হামিদ. ৪ নং ওয়ার্ড মো.আবদুল মতিন মিয়া,৫ নং ওয়ার্ড মো.শাহ-আলম মিয়া,৬ নং ওয়ার্ডে মো.তৈয়ব আলী( বিনাপ্রতিদ্বন্দ্বিতায়), ৭ নং ওয়ার্ডে মো.ইদ্রিস মিয়া, ৮ নং ওয়ার্ডে মো.আবদুল মতিন ( বিনাপ্রতিদ্বন্দ্বিতায়) ও ৯ নং ওয়ার্ডে মো.জয়নাল আবেদীন( বিনাপ্রতিদ্বন্দ্বিতায়)। সংরক্ষিত মহিলা সদস্যরা হলেন, ১,২ ও ৩ নং ওয়ার্ডে ¤্রাসাইন্দা মারমা, ৪,৫ ও ৬ নং ওয়ার্ডে মোসাম্মৎ শাহিনা আক্তার, ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে বুদু লক্ষ্মী ত্রিপুরা।