• February 18, 2025

যৌথ অভিযানে ৫ লক্ষ টাকার কাঠ উদ্ধার

কাপ্তাই প্রতিনিধি: চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে ঘাগড়া কলাবাগান থেকে রাঙ্গুনিয়া রানীরহাটে পাচারকালে গতকাল যৌথ অভিযান চালিয়ে ১৩১.৭৩ ঘনফুট রদ্দা সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৫ লক্ষ টাকা বলে বন বিভাগ সূত্র জানা গেছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘাগড়া বন শুল্ক ও পরীক্ষণ ফাঁড়ির আওতাধীন কলাবাগান নামকস্থানে ট্রাক নং (চট্টমেট্রো ট-০৫-০৪৮৭) কে বন বিভাগ সংকেত গাড়িটি না থামিয়ে সংকেত অমান্য করে দ্রুতগতিতে রাঙ্গুনিয়া রানীরহাটের দিকে যাইতে থাকে। সেনাবাহীনির সহযোগিতায় ঘাগড়া বন শুল্ক ও পরীক্ষণ ফাঁড়ির স্টেশন কর্মকর্তা ফরেষ্টার আবদুল জব্বার এর নেতৃত্বে বনকর্মীরা গাড়িটি পিছু ধাওয়া করে ঘাগড়া বাজার স্থানে আটক করে। এ সময় ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায়।

পরে গাড়ি তল্লাশী চালিয়ে ১৭৭ টুকরা সমান ১৩১.৭৩ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করা হয়। জব্দকৃত বনজদ্রব্য কাঠ ও ট্রাক ঘাগড়া বন শুল্ক ও পরীক্ষণ ফাঁড়ির হেফাজতে নেয়া হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post