রমজানে কর্মহীনের পাশে রামগড়ের বাগান বাজার সমাজ কল্যাণ ঐক্য পরিষদ
রামগড় প্রতিনিধি: দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিপর্যস্ত মানবতার পাশে দাঁড়ালেন এলাকার যুবসমাজ ও প্রবাসীদের অর্থায়নে সার্বিক সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন বাগান বাজার সমাজ কল্যাণ ঐক্য পরিষদ। এসময় ১ম ধাপে ৯১ পরিবার ও ২য় ধাপে ১০৫ পরিবারের মাঝে পৌছে দিয়েছেন রমজানের ফুড প্যাক প্যাকেজ এর সেহেরী ও ইফতার সামগ্রী।
সংগঠনের পক্ষে ইফতার সামগ্রী বিতরনকালে এ মহতি কাজে যারা সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশসহ আগামীতে আরো বেশি এ রকম প্রকল্প চালু রাখার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন এবং ভবিষ্যৎতে সকলের সহযোগিতা কামনা করেন। এতে যাদের অনুদানে আজ ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করতে পেরেছি তাদের সকলের প্রতি সংগঠনের তরফ থেকে কর্তজ্ঞতা প্রকাশ করেন।
এসময় এলাকার গন্যমান্যব্যক্তিবর্গ, সংগঠনের কার্যকরি পরিষদের সদস্য-সদস্যাগন উপস্থিত ছিলেন।