রাইখালীতে অগ্নিকান্ডে গ্রতিগ্রস্থদের জেলা পরিষদের অনুদান

কাপ্তাই প্রতিনিধি: কাপ্তাইয়ের রাইখালী বড়পাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে নগদ অনুদান বিতরণ করা হয়েছে। ২

ফটিকছড়িতে সেনা ও প্রবাসী পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ
অবৈধ করাত কল সীলগালা
রাঙ্গুনিয়ায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন

কাপ্তাই প্রতিনিধি: কাপ্তাইয়ের রাইখালী বড়পাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে নগদ অনুদান বিতরণ করা হয়েছে।

২৮ এপ্রিল সকালে বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে নারানগিরি বড়পাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৫২টি পরিবারকে মাথাপিছু নগদ পাঁচ হাজার টাকা করে দুই লক্ষ ষাট হাজার টাকা বিতরণ করেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য প্রকৌশলী থোয়াইচিং মারমা। এসময় উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পুলক বড়ুয়া, রাইখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মংক্য মারমা, বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা, রাইখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইউছুপ কার্বারী, নারানগিরি বড়পাড়ার কার্বারী সাঅংপ্রু মারমা প্রমুখ।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল বিকালে আকস্মিক অগ্নিকান্ডে নারানগিরি বড়পাড়ায় ৫২টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নীচে মানবেতর জীবন যাপন করছেন।