• December 27, 2024

রাঙামাটিতে অস্ত্রসহ যুবক আটক

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি সদরের জীবতলী ইউনিয়ন থেকে অস্ত্রসহ উজ্জ্বল চাকমা (৩৪) নামের এক যুবককে আটক করেছে যৌথবাহিনী। সোমবার (১৯নভেম্বর) সন্ধ্যায় জীবতলী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ধনপাতা বাজার থেকে এ যুবককে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক এবং কিছু বিপ্লবী বই উদ্ধার করা হয়েছে।

যৌথবাহিনী সূত্রে জানানো হয়- নিরাপত্তা জোরদার নিশ্চিত করার লক্ষে যৌথবাহিনী ধনপাতা গ্রামে অভিযানে নামে। এসময় উজ্জ্বল চাকমার বাড়িতে তল্লাসি চালিয়ে একটি বন্ধুক এবং কিছু বিপ্লবী বই উদ্ধার করা হয় এবং আটক ওই যুবককে সোমবার রাতে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক রণি জানান- আটক উজ্জ্বলের বিরুদ্ধে রাঙামাটি কোতয়ালী থানায় অবৈধ অস্ত্র রাখার দায়ে মামলা রুজু করা হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post