• July 27, 2024

রাঙামাটিতে আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী’র জেলা সমাবেশ

 রাঙামাটি প্রতিনিধি: পার্বত্য এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় ও সামাজিক উন্নয়নে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের আরো আন্তরিকতা দিয়ে নিরলস ভাবে কাজ করার আহবান জানিয়েছেন আনসার ও ভিডিবি’র পরিচালক (অপারেশন) নূর নবী চৌধুরী। তিনি বলেন, অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে জন্য আগামী দুই বছরের মধ্যে পার্বত্য অঞ্চলে প্রত্যেক উপজেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা উন্নয়ন ব্যাংকের কার্যক্রম শুরু করা হবে। মঙ্গলবার (২৩জানুয়ারী দুপুরে রাঙামাটিতে আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী’র জেলা সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এ আহবান  জানান।

রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ইনস্টিটিউট মিলনায়তনে রাঙামাটি জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা দপ্তর এই সমাবেশের আয়োজন করে। জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেগম শাহ নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা প্রশাসক মানজারুল মান্নান, রাঙামাটি সদর সেনা জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ রেদওয়ানুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ নিহার রঞ্জন নন্দি বক্তব্য রাখেন। সমাবেশে শেষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post