রাঙামাটিতে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার বিভিন্ন কর্মসূচি শুরু

রাঙ্গামাটি প্রতিনিধি: আগামী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুুর রহমানের ৯৯তম জন্মদিন উপলক্ষে রাঙামাটিতে ৩দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী শুরু হয়েছে।

লক্ষ্মীছড়ি সেনা জোন কর্তৃক উপজাতীয় সামাজিক ক্লাবে টিভি ও অনুদান বিতরণ
লক্ষ্মীছড়িতে রোববার ৪’শ ভূমিহীন পরিবার পাবে ‘স্বপ্নের ঘর’
মহালছড়ির মাইসছড়ি ও ক্যায়াংঘাট ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা

রাঙ্গামাটি প্রতিনিধি: আগামী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুুর রহমানের ৯৯তম জন্মদিন উপলক্ষে রাঙামাটিতে ৩দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৫মার্চ) সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলানায়তনে শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা উদ্বোধন করেন জেলা পরিষদ সদস্য হাজী মো. মুছা মাতব্বর।

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার আহবায়ক মনসুর আহম্মেদ এর সভাপতিত্বে এসময় রাঙামাটি জেলা পরিষদ সদস্য সাধন মনি চাকমা, দৈনিক গিরিদর্পন সম্পাদক হাজী এ কে এম মকছুদ আহমেদ, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রফিকুল মাওলা, যুবলীগের নেতা ঝিনুক ত্রিপুরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন, সংগঠনটির যুগ্ম আহবায়ক শাহ এমরান রোকন।

মুক্তিযুদ্ধের চেতনায় ও বঙ্গবন্ধুর আদর্শে নতুন প্রজন্ম গড়ে তোলা এ স্লোগানকে সামনে রেখে রাঙামাটি জেলার বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উদ্যোগে রাঙামাটিাতে তিনব্যাপী অনুষ্ঠান মালায় রয়েছে-শিশু চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, ১৭ মার্চ সকাল ৭টায় রাঙামাটি জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে পুষ্পমাল্য অর্পণ ও আনন্দ র‌্যালী।

এছাড়া একই দিন জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুুর রহমানের ৯৯তম জন্মদিন উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে বিকেল সাড়ে ৩টায় রাঙামাটি কলেজ গেইট হতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য্য পর্যন্ত আনন্দ র‌্যালী, বিকেল চারটায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য্য এলাকায় আলোচনা সভা, পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।