• December 5, 2024

রাঙামাটিতে ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মঈন উদ্দীন বাপ্পী, রাঙামাটি: কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন এর সহকারী তপন বিকাশ তঞ্চঙ্গ্যা  র্কর্তৃক রাঙামাটির বিভিন্ন ব্যবসায়ীদের হয়রানী ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সন্মেলন করেছে রাঙামাটি ব্যবসায়ী ফেডারেশন। সোমবার (২জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে রাঙামাটি কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির হল রুমে এ সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়। এসময় রাঙামাটি ব্যবসায়ী ফেডারেশনের আহবায়ক মোঃ জহির আহমদ, যুগ্ম আহবায়ক হাজী মো: আনোয়ার মিয়া বানু, ¯েœহাশীষ চাকমা, ডা: রূপম দেওয়ান, সদস্য সচিব মোঃ কামাল উদ্দিন ও অর্থ সচিব এম,এস জাহান লিটনসহ ব্যবসায়ী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সংবাদ সন্মেলনের মাধ্যমে বক্তারা স্থানীয় ব্যবসায়ীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুশিয়ারী দিয়েছে রাঙামাটি ব্যবসায়ী ফেডারেশন।

ব্যবসায়িক নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, কর্মচারী ও ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে প্রতি শুক্রবার দোকান বন্ধ ও ছুটি সংক্রান্ত নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি শুক্রবার দোকান বন্ধ রাখার পরও অসৎ উদ্দেশ্য নিয়ে শহরের বেশ কয়েকটি দোকান মালিকের উপর লাইসেন্সের নামে বিভিন্ন অংকের টাকা নেয়ার ব্যাপারে প্রতিবাদ করা এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক তপন বিকাশ তঞ্চঙ্গ্যা তার দাবীকৃত রাঙামাটির সকল ব্যবসায়ী সমিতির থেকে তিন লক্ষ টাকা ঘুষ পরিশোধ না করার কারণে অন্যায় ভাবে এক পেশীয় আইন জারির মাধ্যমে মামলা করা হয়। তাই অবিলম্বে দোকান মালিকদের মামলা প্রত্যাহারসহ দুর্নীতবাজ এই কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান এবং সার্বিক সহযোগিতার কামনা করেন তারা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post