• December 12, 2024

রাঙামাটিতে ভুয়া সাংবাদিক আটক

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি শহরে শাহেদ জামাল বাবু (২৭) নামের এক ভুয়া সাংবাদিককে আটক করেছে পুলিশ। ১২ নভেম্বর সোমবার বিকেলে শহরের কলেজ গেইট এলাকা থেকে এ যুবককে আটক করা হয়। আটক শাহেদ ওই এলাকার জামাল উদ্দীনের ছেলে। এসময় তার কাছ থেকে নাম সর্বস্ব একটি ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানানো হয় দীর্ঘদিন ধরে শাহেদ নাম সর্বস্ব সাংবাদিকতার আইডি কার্ড ব্যবহার করে সাংবাদিকতার অপচেষ্টা চালিয়ে মহান পেশার মানক্ষুন্ন করছে। এরই পরিপ্রেক্ষিতে সোমবার বিকেলে শাহেদকে আটক করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটি কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) কেওলাচিং মারমা জানান, আটক ভুয়া সাংবাদিক শাহেদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post