• December 12, 2024

রাঙামাটির বিলাইছড়িতে ভারী অস্ত্রসহ আটক ৩

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির দূর্গম বিলাইছড়ি উপজেলায় যৌথবাহিনী অভিযান চালিয়ে ভারী অস্ত্রসহ ৩ জনকে আটক করেছে। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার ফারুয়া ইউনিয়নের তারাছড়ি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, বকিম চন্দ্র তঞ্চঙ্গ্যা, যতিন কান্তি তঞ্চঙ্গ্যা এবং পাভেন তঞ্চঙ্গ্যা । এসময় তাদের কাছ থেকে ১টি ২২ সাব মেশিনগান, ৩টি এমোনিশন ৪টি চায়নিজ চাকু উদ্ধার করা হয়েছে।

যৌথবাহিনী সূত্রে জানানো হয়- আসন্ন একাদশ জাতীয় সংসদীয় নির্বাচনী সন্তুু গ্রুপের জেএসএস অস্ত্রধারী ক্যাডাররা বৃহস্পতিবার সকালে নাশকতামূলক কর্মকান্ড পরিচালনার পরিকল্পনা করছে এমন গোপন সংবাদে ভিত্তিতে দূর্গম ফারুয়া ইউনিয়নের তারাছড়ি গ্রামে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে ওই দলটিকে অস্ত্রসহ আটক করতে সক্ষম হয়।

বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ পারভেজ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- যৌথবাহিনী আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার দুপুওে বিলাইছড়ি থানায় হস্তান্তর করেন। আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার দায়ে মামলা দায়ের করা হবে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post