রাঙামাটি জেলা পরিষদের সদস্য চানমুণি’র প্রয়াণ
রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য চান মুণি তঞ্চঙ্গ্যা (৫৮) মারা গেছেন। ১০জুলাই মঙ্গলবার সকালে চট্টগ্রামের একটি বেসরকারি মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি দুই কন্যা, স্ত্রী, আত্মীয়-স্বজন এবং অনেক গুণগ্রাহী রেখে যান। মৃত্যুর আগে তিনি রাঙামাটির রাজস্থলী উপজেলা আ’লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন। তিনি হৃদ রোগে আক্রান্ত হয়ে গত এক সপÍাহ ধরে চট্টগ্রামে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে তার মৃত্যুতে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, জাতীয় সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙামাটি জেলা আ’লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
চানমুণির পারিবারিক সূত্রে জানানো হয়- চট্টগ্রাম থেকে চাণমুণির মরদেহ রাজস্থলী উপজেলায় আনা হচ্ছে এবং তাকে তার পারিবারিক শ্মসানে দাহ করা হবে।