রাঙ্গামাটিতে জেএসএস সন্ত্রাসী আটক,অবৈধ অস্ত্র উদ্ধার

রাঙ্গামাটিতে জেএসএস সন্ত্রাসী আটক,অবৈধ অস্ত্র উদ্ধার

ডেস্ক রিপোর্ট: রাঙ্গামাটি রিজিয়নের ৭ আর ই ব্যাটালিয়ন এর অন্তর্গত পানামাছড়া হতে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামসহ জেএসএস (মূল) এর সন্ত্রাস

মানিকছড়িতে স্থানীয় সরকার-জাইকা’র অর্থায়নে শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র বিতরণ
মানিকছড়িতে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং ও ভুতরে বিলের প্রতিবাদে মানববন্ধন
গুইমারা উপজেলায় উন্নয়ন মেলা শুরু

ডেস্ক রিপোর্ট: রাঙ্গামাটি রিজিয়নের ৭ আর ই ব্যাটালিয়ন এর অন্তর্গত পানামাছড়া হতে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামসহ জেএসএস (মূল) এর সন্ত্রাসী আটক করা হয়েছে।

২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটি রিজিয়নের ৭ আর ই ব্যাটালিয়ন এর দায়িত্বপূর্ণ এলাকা পানামাছড়া, রাঙামাটি সদর, রাঙামাটি এ বিশেষ অভিযান পরিচালনা করে শান্তি কুমার চাকমা (৫০) নামক সন্ত্রাসীকে ১x দেশীয় রাইফেল, ২x এ্যামোনিশন, ৩x রামদা, ১৫x নোটবুক ২Xরেজিষ্টার ১× কার্ড রিডার এবং নগদ ৩৫০০০/- টাকাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি জেএসএস (মূল) এর সন্ত্রাসী। উক্ত আটককৃত সন্ত্রাসী, অস্ত্র, এ্যামোনিশন এবং অন্যান্য সরঞ্জামাদি কোতয়ালি থানা পুলিশ, রাঙামাটি সদর, রাঙামাটিতে হস্তান্তর করা হয়েছে। এই অভিযান পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে একটি সফল অভিযান এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃংখলা বজায় রাখতে সেনাবাহিনীর এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।