রাঙ্গামাটির নতুন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান
স্টাফ রিপোর্টার: মোহাম্মদ মিজানুর রহমান রাঙ্গামাটি জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বলে জানা গেছে। ২৮ জানুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকানি সচিব শেখ রাসেল হাসান এই আদেশে স্বাক্ষর করেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে মন্ত্রী পরিষদের উপ-সচিব মোহাম্মদ মিজানুর রহমানকে রাঙ্গামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেড হিসেবে নিয়োগ প্রদান করা হলো। আমেধে আরো ৮জনকে বিভিন্ন জেলায় প্রদায়ন করা হয়। মোহাম্মদ মিজানুর রহমান ২০১০সালের ১৪ সেপ্টেম্বর হতে ২০১১সালের ৩০অক্টোবর পর্যন্ত অত্যন্ত সফলতার সাথে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। একজন সৎ ও মেধাবী এই অফিসার বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
একই আদেশে জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হককে ময়মনসিংহ জেলা প্রশাসক, হবিগঞ্জ জেলা প্রশাসক মো: কামরুল হাসানকে কুমিল্লা জেলা প্রশাসক, উপসচিব খালেদ মোহাম্মদ জাকি দিনাজপুর জেলা প্রশাসক, মোহাম্মদ সাইদুল ইসলাম কুষ্টিয়া জেলা প্রশাসক, ভূমি মন্ত্রণালয়ের উপসচিব ইশরাত জাহান হবিগঞ্জ জেলা প্রশাসক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব মো: মুজিবুর রহমান ঝিনাইদাহ জেলা প্রশাসক, উপসচিব মোর্শেদা জামান জামালপুর জেলা প্রশাসক ও উপসচিব মোহাম্মদ তৌফিক-এলাহি-চৌধুরী ভোলা জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।