Homeস্লাইড নিউজশিরোনাম

রাঙ্গামাটির লংগদুতে গোলাগুলির ঘটনায় নিহত ১

লংগদু প্রতিনিধি: রাঙ্গামাটির লংগদুতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ’র দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় রঞ্জন চাকমা চাকমা প্রকাশ জঙ্গলি(৩২) নাম

খাগড়াছড়ি যুব রেডক্রিসেন্ট’র স্বেচ্ছাসেবীদের ২দিন ব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন
২৮ আগস্ট সীমিত আকারে খুলে দেওয়া হবে খাগড়াছড়ির পর্যটন কেন্দ্র
করোনাকুণ্ডে পরিণত হবে না তো প্রিয় খাগড়াছড়ি?

লংগদু প্রতিনিধি: রাঙ্গামাটির লংগদুতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ’র দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় রঞ্জন চাকমা চাকমা প্রকাশ জঙ্গলি(৩২) নামে ১জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জেএসএস সংস্কার গ্রুপের সমর্থক, তবে সে পূর্বে ইউপিডিএফ’র সাথে জড়িত ছিলেন বলে জানা গেছে।

১৫জুন শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে লংগদুর দোজরপাডা স্টিল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

লংগদু থানার অফিসার ইনচার্জ রনজন সামন্ত সাংবাদিকদের জানান, ইউপিডিএফ’র দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হতাহতের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ উদ্ধার হয় নি।