• July 27, 2024

রাঙ্গামাটির লংগদু উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

 রাঙ্গামাটির লংগদু উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

পাহাড়ের আলো ডেস্ক: অত্যন্ত উৎসাহ উদ্দীপনা ও জাকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ১৭ মার্চ বৃহস্পতিবার রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার বাইট্টাপাড়াস্থ ৩৬ আনসার ব্যাটালিয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

অনুষ্ঠানমালার মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা ও ইউনিট পতাকা উত্তোলন, দৃশ্যমান স্থানে বঙ্গবন্ধু ছবি সংবলিত প্যানাফ্ল্যাক্স ব্যানার স্থাপন, কেক কাটা, ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু সরকারের সাড়ে তিন বছর’ নামক প্রামাণ্য চিত্র প্রদর্শন,বঙ্গবন্ধু জীবনীর’ উপর লিখিত বক্তব্য পাঠের মধ্য দিয়ে আলোচনা সভা, বাদ যোহর ব্যাটালিয়নের জামে মসজিদে বিশেষ মোনাজাত ও মিলাদ মাহফিল, বিকেলে শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ ও সন্ধ্যায় ব্যাটালিয়ন আলোকসজ্জিতকরণ ইত্যাদি।

আনসার ও ভিডিপি সদর দপ্তর কর্তৃক ঘোষিত, রেঞ্জ সদর দপ্তর চট্টগ্রাম কর্তৃক নির্দেশিত ও ব্যাটালিয়ন অধিনায়কের  সুস্পষ্ট দিক নির্দেশনায় উক্ত অনুষ্ঠানমালায় কোম্পানি কমান্ডারসহ বিভিন্ন পদবির ব্যাটালিয়ন আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post