রাঙ্গামাটির লংগদু উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

রাঙ্গামাটির লংগদু উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

পাহাড়ের আলো ডেস্ক: অত্যন্ত উৎসাহ উদ্দীপনা ও জাকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ১৭ মার্চ বৃহস্পতিবার রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার বাইট্টাপাড়াস্থ ৩৬ আনসার

খাগড়াছড়িতে পালিত হয়েছে ত্রিপুরাদের ‘নববর্ষ ত্রিং’ উৎসব
মানিকছড়িতে জেলা পরিষদের উদ্যোগে ২য় দফায় ত্রাণ বিতরণ
লামায় কৃষি উৎপাদনে উপকারভোগীদের নিয়ে মতবিনিময়

পাহাড়ের আলো ডেস্ক: অত্যন্ত উৎসাহ উদ্দীপনা ও জাকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ১৭ মার্চ বৃহস্পতিবার রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার বাইট্টাপাড়াস্থ ৩৬ আনসার ব্যাটালিয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

অনুষ্ঠানমালার মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা ও ইউনিট পতাকা উত্তোলন, দৃশ্যমান স্থানে বঙ্গবন্ধু ছবি সংবলিত প্যানাফ্ল্যাক্স ব্যানার স্থাপন, কেক কাটা, ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু সরকারের সাড়ে তিন বছর’ নামক প্রামাণ্য চিত্র প্রদর্শন,বঙ্গবন্ধু জীবনীর’ উপর লিখিত বক্তব্য পাঠের মধ্য দিয়ে আলোচনা সভা, বাদ যোহর ব্যাটালিয়নের জামে মসজিদে বিশেষ মোনাজাত ও মিলাদ মাহফিল, বিকেলে শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ ও সন্ধ্যায় ব্যাটালিয়ন আলোকসজ্জিতকরণ ইত্যাদি।

আনসার ও ভিডিপি সদর দপ্তর কর্তৃক ঘোষিত, রেঞ্জ সদর দপ্তর চট্টগ্রাম কর্তৃক নির্দেশিত ও ব্যাটালিয়ন অধিনায়কের  সুস্পষ্ট দিক নির্দেশনায় উক্ত অনুষ্ঠানমালায় কোম্পানি কমান্ডারসহ বিভিন্ন পদবির ব্যাটালিয়ন আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন।