• December 27, 2024

রাঙ্গুনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

 রাঙ্গুনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
শান্তি রঞ্জন চাকমা, রাঙ্গুনিয়া: রাঙ্গুনিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে রাঙ্গুনিয়ার পোমরা জিয়া নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম মাজারে মিছিল সহকারে পুষ্পমাল্য অর্পণ, কবর জিয়ারত ও ফাতিহা পাঠ করা হয়। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী মোহাম্মদ ইলিয়াছ সিকদারের নেতৃত্বে বিশাল একটি মিছিল চট্টগ্রাম-কাপ্তাই সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে জিয়ার মাজারে পুষ্প মাল্য অর্পণ করা হয়।
এছাড়াও রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মোঃ কুতুব উদ্দিন বাহারের সভাপতিত্বে উপজেলা বিএনপি’র সদস্য সচিব আবু আহমেদ হাসনাত’র সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক অধ্যাপক ইউনুস চৌধুরী, জেলা বিএনপি’র সদস্য মোহাম্মদ আজম খান, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক অধ্যাপক মোহাম্মদ মহসিন, ইলিয়াছ সিকদার, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মোতালেব চৌধুরী, পৌরসভা বিএনপি’র আহবায়ক মাহাবুব ছাপা, সদস্য সচিব আব্দুস সালাম, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মো. ফজলুল হক, মুজিবুল আলম মুজিব, ওসমান গনি, গাজী আইয়ুব, বক্কর মেম্বার, ইউছুপ চৌধুরী, ওয়াকিল আহামদ, কামাল মাষ্ঠার, নুর উদ্দিন, পৌরসভা বিএনপি’র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম খোকন, নিজামুল হক তফন, সামশুল আলম, আব্দুল সালাম মেম্বার, বেলাল উদ্দিন, মুজিবুল হক, বাবুল মাষ্ঠার, আহমদুল হক, আব্দুস শুক্কুর, আজগর, সাদেক, মাহাবুব আলম, রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের আহবায়ক সেখান্দর সওদাগর, দক্ষিন রাঙ্গুনিয়া থানা যুবদলের আহবায়ক শাহজাহান সিকদার, মোজাফফর চৌধুরী, এরফান, ফোরকান, মুসলিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী নুর তালুকদার মনি, পৌরসভা যুবদলের সদস্য সচিব মোঃ মহসিন, যুবদল নেতা আবৃদুল হালিম, শ্রমিক দল নেতা সোলায়মান সালমান, স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব রিয়াজ মোরশেদ রবিন,ছাত্রদলের আহবায়ক সাইফুদ্দিন তালুকদার প্রমুখ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post