• December 13, 2024

রাঙ্গুনিয়ার জুটমিলে শ্রমিকদের বিক্ষোভ মিছিল

রাঙ্গুনিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় কে,এফ,ডি জুটমিলে মজুরী কমিশনের দাবীতে লাল পতাকা হাতে গতকাল রোববার সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কর্মরত শ্রমিকরা। সকাল সাড়ে ৯টা থেকে ঘন্টাব্যাপী কেএফডি জুটমিল জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলার ৮টি সহ দেশের ২৮টি বিজেএমসির অধীন সরকারি পাটকল মিলগুলোর সাথে একযোগে মজুরী কমিশন বাস্তবায়ন সহ ১১ দফা দাবী আদায়ের লক্ষ্যে এই কর্মসূচি পালন করছেন শ্রমিকরা।

বিক্ষোভ মিছিলটি মিল গেইট থেকে শুরু হয়ে কাপ্তাই সড়কের গোচরা, গোডাউন সহ কয়েকটি স্টেশন ঘুরে মিল এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ইস্কান্দর মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুল করিমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম, সহসভাপতি বাবুল হক, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আনোয়ার, সদস্য সোবহান সর্দার প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, অনতিবিলম্বে সরকার ঘোষিত মজুরী কমিশন বাস্তবায়ন করতে হবে এবং শ্রমিকদের বকেয়া মজুরী প্রদান সহ শ্রমিকদের ১১ দফা ন্যায্য দাবী অনতিবিলম্বে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আমরা শ্রমিকরা আরও কঠিন আন্দোলনে নামবো।’

প্রসঙ্গত তাদের ১১ দফা দাবী আদায়ের লক্ষে গত ২ মার্চ থেকে নানা কর্মসূচি পালন করছে। এছাড়াও ৪ মার্চ ঘন্টাব্যাপী বিক্ষোভ মিছিল, ১০ মার্চ লাল পতাকা মিছিল করেন তারা। এছাড়াও আগামী ১২ তারিখ ভোর ৬টা থেকে ২৪ ঘন্টা ও ১৯ তারিখ থেকে টানা ৪৮ ঘন্টা ধর্মঘট পালন সহ মিছিল আন্দোলনের ঘোষনা দিয়েছেন শ্রমিক নেতৃবৃন্দ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post