• July 27, 2024

রাঙ্গুনিয়ায় অগ্নিকান্ডে ৪ দোকান পুড়ে ৩০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি

শান্তি রঞ্জন চাকমা,রাঙ্গুনিয়া:  রাঙ্গুনিয়ার পদুয়া নারিশ্চা বটতল বাজারে গত মঙ্গলবার রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় রাইস মিলের ৩টি রিক্সা ভ্যান, শতশত ভূষি ভর্তি বস্তা ও ৪ দোকানের সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এলাকাবাসী প্রায় দুইঘন্টা ব্যর্থ চেষ্টা চালিয়ে আগুন নেভানো সম্ভব হয়নি।

জানা গেছে, উপজেলার পদুয়া ইউনিয়নের নারিশ্চা বটতল বাজারে মঙ্গলবার রাত সাড়ে ১১টায় অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মুহুর্তে লেলিহান অগ্নিশিখা ছড়িয়ে পড়ে টিপু কর্মকারের কামার দোকান, লোকমান ষ্টোর, জসিম ষ্টোর, রাইচমিল আগুনে ক্ষতিগ্রস্থ হয়। ক্ষতিগ্রস্থ মো. লোকমান হোসেন জানান, ২০০টি ব্রয়লার মুরগী, ২০ কেইস ডিম, ব্যাপক সবজি ও বিভিন্ন মালামাল সহ পুড়ে ছাই হয়ে গেছে। জসিম ষ্টোরের মালিক মোঃ জসিম উদ্দিনের নগদ টাকা, ফ্রিজ সহ অন্যান্য মালামাল প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, ঋণ নিয়ে ব্যবসা করছে। অগ্নিকান্ডে সম্পূর্ণ দোকান পুড়ে ছাই হওয়ায় তাঁরা নিঃস্ব হয়ে পড়েছেন।

নারিশ্চা ইউপি সদস্য মো. পারভেজ জানান, অগ্নিকান্ডের পরপরই শতশত এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা চালায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়াতে মুহুর্তে ৪টি দোকানসহ ব্যাপক ক্ষতি সাধন হয়। পরে পানির ছোট পাম্প মেশিন বসিয়ে আগুন নেভানো সম্ভব হয়। অগ্নিকান্ডের সাথে সাথে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলেও শিলক ফিরিঙ্গীর খীল খালের নির্মাণাধীন ব্রীজে আটকা পড়ে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post