রাঙ্গুনিয়ায় অগ্নিকান্ডে ৮টি বাড়ি ভস্মিভূত, ক্ষতি ১০ লক্ষ

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নের বদুনি বাপের বাড়ি এলাকায় গত সোমবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে মোহাম্মদ কামাল, দিদার আলম, সৈয়দুল আলম

খাগড়াছড়ির ৫শ শীতার্তের মাঝে জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের শীতবস্ত্র বিতরণ
রাঙ্গুনিয়ায় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ
ফটিকছড়ি: ইসলামী ফ্রন্ট প্রার্থীকে মোমবাতি প্রতীককে জয়যুক্ত করার আহ্বান

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নের বদুনি বাপের বাড়ি এলাকায় গত সোমবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে মোহাম্মদ কামাল, দিদার আলম, সৈয়দুল আলম, জাফর আহমদ, মুন্সি মিয়া, মো. বজল আহমদ, খোরশেদ আলম, ফরিদা বেগমের বসত বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। মুহুর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে নগদ টাকা, মূল্যবান মালামাল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র সহ প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার সরফভাটা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতি নিরূপন করে উপজেলা প্রশাসনের নিকট রির্পোট দেয়া হয়েছে বলে জানা গেছে। রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত ২টায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ঘনবসতি হওয়ায় মুহুর্তে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কাঁচা-পাকা বসতবাড়ি ভস্মিভূত হয়। আগুন এক ঘন্টার মধ্যে নিয়ন্ত্রণে আনা হয়েছে। সঠিক সময়ে ঘটনাস্থলে পৌছাতে পারায় ক্ষয়ক্ষতি কম হয়েছে।