• December 12, 2024

রাঙ্গুনিয়ায় বসত বাড়িতে আগুন: ৫ লক্ষ টাকা ক্ষতি

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ার গোডাউন এলাকায় গতকাল শনিবার দুপুরে অগ্নিকান্ডে ৩টি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

জানা যায়, উপজেলার পৌরসভা গোডাউন এলাকায় অসাবধানতাবসত রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে রোকেয়া বেগম, সামশুল আলম ও মোহাম্মদ তৈয়ব এর বসতবাড়ি পুড়ে যায়। রোকেয়া বেগমের মেয়ের বিয়ের খরচের জন্য রাখা নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা আগুনে ভস্মিভূত হয়। রোকেয়ার সহায় সম্ভল সব পুড়ে গেলেও আলমারির উপর ডেক্সে রাখা পবিত্র কোরআন অলৌকিক ভাবে রক্ষা পায়। ক্ষতিগ্রস্থরা খোলা আকাশের নিচে বসবাস করছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post