• December 12, 2024

রাঙ্গুনিয়ায় অটোরিক্সা চালক খুন

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া সাদেকের পাড়া এলাকায় মো. আবদুস শুক্কুর (২০) নামের এক অটোরিক্সা চালককে খুন করা হয়েছে। শনিবার রাঙ্গুনিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।

জানা যায়, উপজেলার দক্ষিন রাজানগর ইউনিয়নে সাদেকের পাড়া এলাকায় পূর্বশত্রুতার জের ধরে গত শুক্রবার বিকালে প্রতিপক্ষের ছুরিকাঘাত ও এলোপাতাড়ি হামলায় অটোরিক্সা চালক আবদুস শুক্কুর গুরুতর আহত হয়। এসময় এলাকাবাসী এগিয়ে আসলে প্রতিপক্ষরা পালিয়ে যায় এবং তাকে উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাতে রাঙ্গুনিয়া থানায় নিহত আবদুস শুক্কুরের পিতা বাঁচা মিয়া তার ছেলের রক্তমাখা লাশ নিয়ে আসে এবং ঘঁনার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবী জানায়।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভুঞা বলেন, আসামীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্ঠা চলছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post