Homeস্লাইড নিউজশিরোনাম

রাঙ্গুনিয়ায় আওয়ামীলীগের ইফতার মাহফিল

শান্তি রঞ্জন চাকমা, রাঙ্গুনিয়া: সাবেক পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, দেশব্যাপী মাদক বিরোধী অভিযান শুরু করেছেন তখন বিএনপির নেতাকর্মীরা

রাঙ্গুনিয়ায় বিয়ের আসরে বরের মৃত্যু
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট‘র সংবাদ সম্মেলন স্থগিত প্রসংগে
রাঙ্গুনিয়ায় তুচ্ছ ঘটনায় বৃদ্ধ খুন

শান্তি রঞ্জন চাকমা, রাঙ্গুনিয়া: সাবেক পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, দেশব্যাপী মাদক বিরোধী অভিযান শুরু করেছেন তখন বিএনপির নেতাকর্মীরা মাদক কারবারীদের পক্ষে অবস্থান নেন। বিএনপি জঙ্গীদেরকে পোষন করছেন আর এখন মাদকাসক্তদের পাশে দাঁড়িয়েছেন। মাদক নির্মূলে সরকার বদ্ধ পরিকর। বুধবার সন্ধ্যায় রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান মাহমুদ এমপি একথা বলেন।

উপজেলা সদরে আওয়ামীলীগের সভাপতি খলিলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন প্রবীন আওয়ামীলীগ নেতা আলহাজ্ব জহির আহমদ চৌধুরী, সাদেকুননুর সিকদার, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগ নেতা স্বজন কুমার তালুকদার, উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ, পৌরসভা মেয়র আলহাজ¦ শাহজাহান সিকদার, ইদ্রিছ আজগর চেয়ারম্যান, নজরুল ইসলাম তালুকদার চেয়ারম্যান, এ্যাডভোকেট এম এ নাসের চৌধুরী, উত্তর জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ঢাকা চট্টগ্রাম সমিতির সহসভাপতি গিয়াস উদ্দিন খাঁন, বিশিষ্ট আলেম আইয়ুব নুরী, উপজেলা আ’লীগ নেতা সিরাজুল ইসলাম চৌধুরী, আকতার কামাল, মুজিবুল ইসলাম সরফী, জাহাঙ্গীর আলম বাদশা, আকতার হোসেন খাঁন, নিজাম উদ্দিন বাদশা, জসিম উদ্দিন তালুকদার, তড়িৎ কান্তি দে, মো. আবু তাহের, ইকবাল হোসেন চৌধুরী মিল্টন চেয়ারম্যান, কামাল উদ্দিন চৌধুরী, এমরুল করিম রাশেদ, জসিম উদ্দিন মুন্সি, মাষ্টার আসলাম খাঁন, কাউন্সিলর মো. সেলিম, যুবলীগের সম্পাদক মো. ইউনুচ প্রমুখ।