• December 5, 2024

রাঙ্গুনিয়ায় আওয়ামীলীগ নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার

রাঙ্গুনিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর কাপ্তাই-চট্টগ্রাম সড়কের কাটাখালী গাছ বাগান এলাকায় ১৩ আগস্ট সোমবার আওয়ামীলীগ নেতা আলতাফ হোসেন (৪৫) ওরফে কানা আলতাফের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় লাশের পাশ থেকে পিস্তল ও চাকু পাওয়া যায়। তাকে কে বা কারা মেরেছে সেই বিষয়ে কিছুই জানেন না বলে জানান রাঙ্গুনিয়া থানা পুলিশ। তার বিরুদ্ধে মাদক, ডাকাতি, চাঁদাবাজি ও পুলিশের উপর আক্রমন সহ মোট ১১টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়। এছাড়া আলতাফ বিভিন্ন গোয়েন্দা সংস্থার তালিকাভুক্ত চিহ্নিত আসামী।

আলতাফের পরিবারের সূত্র জানায়, রোববার রাত ৮টায় সাদা পোশাকধারী কয়েকজন লোক নিজ গ্রাম থেকে তাকে আটক করে নিয়ে যায়। তবে কারা ছিল তা তারা জানেন না। সকাল ১১টায় কাপ্তাই সড়কের পাশে কাটাখালী ঝোপের ভিতর রক্তাক্ত অবস্থায় লাশ পাওয়া যায়। আশেপাশের কয়েকস্থানে রক্তের ছাপ রয়েছে। আলতাফ মরিয়মনগর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড আ’লীগের সভাপতি এবং মরিয়মনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি ছিলেন। নিহত আলতাফ হোসেন মরিয়মনগর ইউনিয়নের মৌলভী মাসুম সাহেব বাড়ির মৃত হাজী আবদুল মোতালেব’র পুত্র।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post