• October 8, 2024

রাঙ্গুনিয়ায় এসএসসিতে পাসের হার ৭৫.৭৫ ভাগ

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় এসএসসি পরীক্ষায় পাসের হার ৭৫.৭৫ ভাগ। ৩৭৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮৪৬ জন পরীক্ষার্থী পাস করেছে। জি.পি.এ ৫ পেয়েছে ৭৩ জন শিক্ষার্থী। দাখিলে ৬০০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪০৬ জন। পাসের হার ৬৭.৬৬ ভাগ। জিপিএ- ৫ পেয়েছে ১ জন শিক্ষার্থী।

৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রাঙ্গুনিয়ায় সর্বোচ্চ জিপিএ ৫ পেয়েছে সোনারগাঁও উচ্চ বিদ্যালয় ও রাঙ্গুনিয়া পাবলিক স্কুল। তাদের দুই প্রতিষ্ঠানে ১১ জন করে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পাসের হার ও জিপিএ-৫ এর দিক থেকে উপজেলার শ্রেষ্ঠ হয়েছে সোনারগাঁও উচ্চ বিদ্যালয়। তাদের ৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬৬ জন।

পাসের হার ৯৭.০৬ ভাগ। দাখিলে ৯৪.২৮ ভাগ পরীক্ষার্থী পাস করে উপজেলায় শ্রেষ্ঠ হয়েছে সোনারগাঁও দাখিল মাদ্রাসা। কোন জিপিএ-৫ পাননি। রাঙ্গুনিয়া আলমশাহপাড়া কামিল মাদরাসা থেকে দাখিল পর্যায়ে একমাত্র একজন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post