রাঙ্গুনিয়ায় কুকুরের কামড়ে আহত ১০
শান্তি রঞ্জন চাকমা,রাঙ্গুনিয়া: রাঙ্গুনিয়ায় পোমরা মহত্তরখীল ও বেতাগী গুণগুণীয়া বেতাগী এলাকায় গতকাল রাতে কুকুরের কামড়ে ১০ জন আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। পাগলা কুকুরের উপদ্রব বৃদ্ধি পাওয়াতে গ্রামের মানুষ আতঙ্কে রাস্তাঘাটে লাঠিহাতে চলাচল করছে।
পোমরা গ্রামের আব্দুল আল হান্নান বলেন, রাত সাড়ে ৯টার দিকে বেতাগী ইউনিয়নের গুণগুণীয়া বেতাগী এলাকায় একটি পাগলা কুকুর হঠাৎ পথচারী মানুষের উপর ঝাপিয়ে পড়ে। মাত্র কয়েক মিনিটের মধ্যে এই এলাকার সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল হান্নান (৩৫), মো. সাকিব (২২), মো. নাছের (২২), নিপু কান্তি দাশ (২৫) সহ আরও দুই নারীকে কামড় দেয়। কুকুরটিকে তাড়া করলে পাশ্ববর্তী পোমরা ইউনিয়নের মহত্তরখীল এলাকার ৪ ব্যক্তিকে কামড়িয়ে নিখিল কান্তি (৪৫), মো. সাকিব (১৯), মো. সোহেল ড্রাইভার (২৬) সহ অজ্ঞাত এক ব্যক্তি গুরুতর আহত করে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।