• February 19, 2025

রাঙ্গুনিয়ায় কৃষকের ৫টি গরু চুরি

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় গত একমাস ধরে একাধিক গরু চুরির ঘটনা ঘটেছে। চোরের দল অভিনব কায়দায় বাড়িঘর থেকে গরু নিয়ে যাচ্ছে। চন্দ্রঘোনা এলাকায় গতকাল বৃহস্পতিবার ভোর সকালে পৃথক ৩টি গরু চুরির ঘটনা ঘটেছে। যার আনুমানিক মূল্য প্রায় ২ লক্ষ টাকা বলে জানা গেছে।
জানা যায়, উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের বুজ্জ্যার দোকান সিকদার পাড়ার মোহাম্মদ মাসুমের ২টি বড় জাতের গরু ও নাথ পাড়ার জনৈক দ্বীনু নাথের ১টি গরু চোরের দল নিয়ে যায়। সম্প্রতি চন্দ্রঘোনা বনগ্রাম টিকে এলাকার জনৈক মোহাম্মদ মোখলেসের ২টি গরু চুরির ঘটনা ঘটেছে। গরু চুরির ঘটনা বৃদ্ধিতে খামারীরা ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post