রাঙ্গুনিয়ায় চোলাই মদসহ গ্রেপ্তার ১
রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ার পারুয়ায় চোলাইমদ বিক্রি করার সময় গত শনিবার রাতে সুমন বড়ুয়া (৩০) নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ সময় তার কাছ থেকে ১০ লিটার চোলাই মদ জব্দ করা হয়। গত রোববার ধৃত মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, উপজেলার শিলক ইউনিয়নের পাখিয়ার টিলা গ্রামের ননী বড়ুয়ার পুত্র সুমন বড়ুয়া দীর্ঘদিন ধরে চোলাইমদ পাচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গুনিয়া থানা পুলিশ পারুয়া ইউনিয়নের উত্তর পারুয়া বসাক পাড়া থেকে চোলাইমদ বিক্রিকালে তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।