রাঙ্গুনিয়ায় দুই ইউপি নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী নির্বাচিত
শান্তি রঞ্জন চাকমা: রাঙ্গুনিয়া উপজেলায় গত সোমবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে স্বনির্ভর রাঙ্গুনিয়া ও মরিয়মনগর ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ নুর উল্লাহ নৌকা প্রতীকে ৫ হাজার ৫শত ৪ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। মরিয়মনগর ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীে মোহাম্মদ মুজিবুল হক হিরু ৮ হাজার ৬শত ১১ ভোট পেয়ে বিজয় লাভ করেন।
স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন মো. সেকান্দর, ২ নম্বর ওয়ার্ডে নুরুল আবছার, ৩ নম্বর ওয়ার্ডে রমেন্দ্র লাল দে, ৪ নম্বর ওয়ার্ডে তাপস চক্রবর্ত্তী, ৫ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ বাদশা আলম, ৬ নম্বর ওয়ার্ডে অভিজিৎ দে, ৭ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ সেলিম, ৮ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ আবদুল গফুর, ৯ নম্বর ওয়ার্ডে তাপস সাহা। সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পদে ১, ২ ও ৩ নং ওয়ার্ডে দিপ্তী কর্মকার, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে খুরশিদা বেগম, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে জেরিনা আক্তার।
মরিয়মনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারী ভাবে সদস্য পদে নির্বাচিত হয়েছেন ১ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ ইসমাইল, ২ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ এনামুল করিম সিকদার, ৩ নম্বর ওয়ার্ডে মো. ওবাইদুল হক, ৪ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ সিরাজুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ শামসুল আলম, ৬ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ বেলাল হোসেন, ৭ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ৮ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ রেজাউল করিম, ৯ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ এরশাদুর রহমান, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পদে ১, ২ ও ৩ নং ওয়ার্ডে ইয়াছমিন আরা বেগম, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে রহিমা আক্তার, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে জয়তুন নুর বেগম।