• December 11, 2024

রাঙ্গুনিয়ায় নানা আয়োজনে নববর্ষ বরণ উৎসব পালিত

শান্তি রঞ্জন চাকমা, রাঙ্গুনিয়া: রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে গত রোববার দিনব্যাপী নানা অনুষ্টান আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ বরণ উৎসব পালিত হয়েছে। সকালে তরুন-তরুণীরা নানা ঐতিহ্যের পোশাকে নেচে-গেয়ে ও উৎসবমুখর পরিবেশে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে মঙ্গল শোভাযাত্রাটি কাপ্তাই-চট্টগ্রাম সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নেয়। উপজেলা মুক্তমঞ্চে টিভি, বেতার ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নববর্ষ বরণ উৎসব অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন পৌরসভা আ.লীগের সভাপতি আসলাম খাঁন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খায়রুল বশর, উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, প্রাণি সম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন মো. হারুন অর রশিদ, উপজেলা প্রকৌশলী দিদারুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া সফি, শিক্ষা কর্মকর্তা জহির উদ্দিন, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান ভূঁইয়া, পল্লী বিদ্যুতের সহকারি মহাব্যবস্থাপক (অপারেশ এন্ড মেইনটেইন্যান্স) জুয়েল দাশ, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আকাশ আহমেদ, সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার, সাংবাদিক মাসুদ নাসির, সাংবাদিক আব্বাস হোসাইন, সাংবাদিক জগলুল হুদা প্রমুখ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post