• January 17, 2025

রাঙ্গুনিয়ায় নির্বাচিত হলেন যারা

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় ভাইচ চেয়ারম্যান পদে তালা প্রতীকে ৯৩ হাজার ৪৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. শফিকুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্ধী বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সমর্থীত মো. আকতার হোসেন মোমবাতী প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৮৬৬ ভোট, মোহাম্মদ শাহাদাত হোসেন তালুকদার টিয়াপাখি প্রতীকে ১ হাজার ৯১ ভোট, মো. ফজলুল ইসলাম সেলিম উড়োজাহাজ প্রতীকে ৪৮৫ ভোট পেয়েছেন।

উপজেলায় মোট ৮৮টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৫৩ হাজার ২৩৬ ভোট। ৮৮টি কেন্দ্রের ৪৪৩টি বুথে ভোট গ্রহণ করা হয়। তৎমধ্যে ১ লাখ ১ হাজার ৬৫৪ ভোট কাষ্ট হয়েছে। রাঙ্গুনিয়া সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, শান্তিপূর্ণ ভাবে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শতকরা ৪০ ভাগ ভোট সংগৃহিত হয়।

উল্লেখ্য, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ¦ খলিলুর রহমান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোয়ারা বেগম বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post