• July 27, 2024

রাঙ্গুনিয়ায় পাচারকালে ৫শত ঘনফুট জ্বালানি কাঠ আটক

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় অবৈধভাবে পাচারকালে বনবিভাগের অভিযানে ৫শত ঘনফুট জ্বালানি কাঠ সহ তিনটি চাঁদের গাড়ি (ঢাকা-ড-১৬৪৭), (চট্টগ্রাম-গ-২৭৭৫), (ঢাকা গ-৪৮৩৩) আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার গোডাউন এলাকা থেকে এসব জ্বালানী কাঠ জব্দ করা হয়।

রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা প্রহলাদ চন্দ্র রায়ের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহযোগিতা করেন পোমরা বন চেক স্টেশন কর্মকর্তা মো. মাসুম কবির, চিরিঙ্গা বিট কর্মকর্তা এস এম ওবায়দুল হক সহ বন কর্মচারীবৃন্দ। সংরক্ষিত বনাঞ্চল থেকে কেটে আনা এসব জ্বালানী কাঠ বিভিন্ন ইট ভাটায় পোড়ানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা যায়।

রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা প্রহলাদ চন্দ্র রায় জানান, পার্বত্য অঞ্চলের সংরক্ষিত বনাঞ্চল থেকে কচি গাছ কেটে রাঙ্গুনিয়ার বিভিন্ন ইটভাটায় নিয়ে যাচ্ছিল। অবৈধ কাঠ আহরণ ও পাচার বন্ধে এই অভিযান অব্যাহত থাকবে। জ্বালানী কাঠ জব্দের ব্যাপারে বন আইনে ৩টি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post