• December 11, 2024

রাঙ্গুনিয়ায় ফুটবল টুর্নামেন্টে ইছাখালি ও ফকিরা একাদশ যৌথ চ্যাম্পিয়ন

রাঙ্গুনিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় কৌসিক চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা গতকাল শনিবার উপজেলা সদর ইছাখালিস্থ জাকির ষ্টেডিয়ামে সম্পন্ন হয়। পৌর সভার ইছাখালী একাদশ বনাম পোমরা ফকিরা একাদশের মধ্যে খেলা নির্দিষ্ট সময়ে ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে ফলাফল নির্ধারন করতে গিয়ে খেলা ড্র থাকায় কর্তৃপক্ষ উভয় দলকে টুর্নামেন্টের যৌথ চ্যাম্পিয়ন ঘোষনা করেন।

খেলা শেষে বিজয়ী দল এবং খেলোয়ারদের মাঝে আনুষ্টানিকভাবে কাপ, ট্রপি পুরস্কার বিতরন করা হয়। খেলা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মালেক অনুষ্টানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মো. খালেদ মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য, আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ খলিলুর রহমান চৌধুরী, সাবেক সভাপতি আলহাজ¦ জহির আহমদ চৌধুরী, ছাদেকুননুর সিকদার, আসলাম খান, নজরুল ইসলাম প্রমুখ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post