রাঙ্গুনিয়ায় বিনা প্রতিদ্বন্ধিতায় উপজেলা চেয়ারম্যান হওয়ার পথে স্বজন কুমার তালুকদার
শান্তি রঞ্জন চাকমা, রাঙ্গুনিয়া: রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী স্বজন কুমার তালুকদার বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন।
তিনি চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের সাবেক ভাইস চেয়ারম্যান। চেয়ারম্যান পদে তিনি ছাড়া অন্য কেউ মনোনয়নপত্র জমা না দেয়ায় এই সম্ভাবনা দেখা দিয়েছে বলে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে। ২৬ সেপ্টেম্বর যাচাই-বাছাইয়ে বৈধ হওয়া এবং ৩ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহরের শেষ দিনে এই ঘোষণা করা হবে বলেও সূত্রটি নিশ্চিত করেছে।
আগামী ২০ অক্টোবর উপ-নির্বাচনে চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের সংরক্ষিত ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ গ্রহন করতে ৪ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানা গেছে।