Homeস্লাইড নিউজশিরোনাম

রাঙ্গুনিয়ায় বিয়ের ডেকারেশন তৈরীর সময় পাকা গেইট চাপায় নিহত ১, আহত ১

শান্তি রঞ্জন চাকমা, রাঙ্গুনিয়া: রাঙ্গুনিয়ায় মরিয়মনগর ইউনিয়নের শাহ মুজিব উল্লাহ প্রকাশ পাগলা মামার মাজার এলাকায় রোববার পাকা গেইট চাপায় দু’জন হতাহাত হয়ে

স্বীকৃতি মেলেনি আজও: বিনাজুরি খালে গণহত্যা দিবস
লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর অভিযানে ৪লক্ষাধীক টাকার অবৈধ কাঠ আটক
চট্টগ্রাম-৭ নির্বাচনী মাঠে সরব আওয়ামীলীগ, কৌশলে এগোচ্ছে বিএনপি

শান্তি রঞ্জন চাকমা, রাঙ্গুনিয়া: রাঙ্গুনিয়ায় মরিয়মনগর ইউনিয়নের শাহ মুজিব উল্লাহ প্রকাশ পাগলা মামার মাজার এলাকায় রোববার পাকা গেইট চাপায় দু’জন হতাহাত হয়েছে। নিহতের নাম মো. রমজান আলী (৩০)। গুরুতর আহত অবস্থায় মো. জিসান (১৫) নামের একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হতাহত দু’জন ডেকোরেশন শ্রমিক।

জানা যায়, উপজেলার মরিয়মনগর ইউনিয়নে জনৈক মো. খোরশেদ আলমের মেয়ের বিয়েতে দুপুরে ডেকোরেশনের কাজ করতে যায় রমজান আলী ও জিসান। অনুষ্ঠানের প্যান্ডেল সহ যাবতীয় লাইটিংয়ের কাজ শেষ করে তারা। পাগলা মামার মাজারের গেইটে লাইটিং কাজ করার সময় পাকা গাঁথুনির একটি বড় অংশ ভেঙ্গে পড়ে। এতে দু’জন শ্রমিক গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় তাদের অবস্থা অবনতি হলে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে রমজান আলীর মৃত্যু হয়।