Homeস্লাইড নিউজশিরোনাম

রাঙ্গুনিয়ায় ব্রাজিল সমর্থক বেহুশ, হাসপাতালে ভর্তি

শান্তি রঞ্জন চাকমা, রাঙ্গুনিয়া: রাঙ্গুনিয়ায় এক ব্রাজিল ফুটবল দলের সমর্থক চন্দ্রঘোনা কদমতলী গ্রামের জাকির হোসেনের পুত্র মো. আবদুল কাদের (১৯) বেহুশ হয়ে

প্যাসেঞ্জার ভয়েস এর সম্পাদক হলেন নির্মল বড়ুয়া মিলন
ফটিকছড়িতে বিএনপির ৮ নেতাকর্মী আটক
ফটিকছড়িতে রাসেদ কামাল হত্যার ৭ আসামি গ্রেফতার, ৫জনের দোষ স্বীকার

শান্তি রঞ্জন চাকমা, রাঙ্গুনিয়া: রাঙ্গুনিয়ায় এক ব্রাজিল ফুটবল দলের সমর্থক চন্দ্রঘোনা কদমতলী গ্রামের জাকির হোসেনের পুত্র মো. আবদুল কাদের (১৯) বেহুশ হয়ে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। গত শুক্রবার রাতে বেলজিয়ামের কাছে ব্রাজিল ফুটবল খেলায় হেরে যাওয়ায় অতি উত্তেজনায় বেহুশ হয়ে পড়েন। হাসপাতালের উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. রবিউল হোসেন বলেন, খেলা দেখার উত্তেজনায় তার প্রেশার কমে যায়। এতে সে বেহুশ হয়ে পড়ে। দুইটা চল্লিশ মিনিটের দিকে তাকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। প্রাথমিক চিকিৎসা দিলে তার জ্ঞান ফিরে আসে এবং বাড়ি ফিরে যান।