• July 27, 2024

রাঙ্গুনিয়ায় অতিরিক্ত দ্রব্যমূল্য রেয়ার দায়ে ভ্রাম্যমাণ আদালত কতৃক ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

শান্তি রঞ্জন চাকমা, রাঙ্গুনিয়া: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন কঠোর ব্যবস্থা নেয়ায় সাধারন মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার সরফভাটা ক্ষেত্রবাজার, মরিয়মনগর চৌমুহনী, চন্দ্রঘোনা লিচুবাগান, দোভাষীবাজার ও দক্ষিণ রাজানগর ইউনিয়নের ধামাইরহাট বাজারে দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়ে ২০টি মামলা এবং ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। আদালতের নির্বাহী হাকিম ও রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান এই অভিযান চালিয়েছেন। এসময় অভিযানে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া সহকারী কমিশনার (ভূমি) পূর্বিতা চাকমা, স্যানিটারী ইন্সপেক্টর মো. আবুল হোসেন, রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক মোহাম্মদ রাকিব।

জানা যায়, পাইকারী বাজার থেকে ৫২ টাকা দামে পেঁয়াজ কিনে খুচরা বাজারে ১০০-১২০টাকা দামে বিক্রির অভিযোগে দ্বিতীয় দিনের মতো অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে পেঁয়াজের ক্রয়মূল্যে চেয়ে দ্বিগুন দামে বিক্রি, ক্রয় ভাউচার দেখাতে না পারা, মূল্য তালিকা প্রদর্শন না করা সহ বিভিন্ন অভিযোগে খুচরা ব্যবসায়ীদের জরিমানা করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post