রাঙ্গুনিয়ায় যুবকের আত্মহত্যা

শান্তি রঞ্জন চাকমা, রাঙ্গুনিয়া: রাঙ্গুনিয়ার মধ্য বেতাগী গ্রামে গত মঙ্গলবার রাতে পারিবারিক কলহের জের ধরে মো. জাবেদ (৩২) নামের এক যুবক আত্মহত্যা করে। পু

ফটিকছড়িতে বিভাগীয় কমিশনার: বীর চট্টলাতে কোন ভিক্ষুক থাকেতে পারেনা
রাঙ্গুনিয়ায় ব্যবসায়ীর আত্মহত্যা
পরলোকে অজিতানন্দ মহাথেরো

শান্তি রঞ্জন চাকমা, রাঙ্গুনিয়া: রাঙ্গুনিয়ার মধ্য বেতাগী গ্রামে গত মঙ্গলবার রাতে পারিবারিক কলহের জের ধরে মো. জাবেদ (৩২) নামের এক যুবক আত্মহত্যা করে। পুলিশ লাশ উদ্ধার করে গতকাল বুধবার মর্গে প্রেরণ করে।

জানা যায়, উপজেলার বেতাগী ইউনিয়নের দিনমজুর জনৈক মো. জাবেদের সাথে তার স্ত্রী কয়েকদিন পূর্ব থেকে পারিবারিক বিষয়ে কলহ দেখা দেয়। এতে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হলে ক্ষিপ্ত হয়ে তার স্ত্রী বাপের বাড়ি চলে যায়। পরে বেতাগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে স্বামীর বিরুদ্ধে একটি অভিযোগ দেন স্ত্রী। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদে একটি সালিশি বৈঠক অনুষ্টিত হয়। বৈঠক বুধবার (৮আগস্ট) জাবেদ তার স্ত্রীকে ঘরে তোলার কথা ছিল।

মঙ্গলবার সন্ধ্যায় সে সবার অগোচরে তার ঘরের শয়নকক্ষে গলায় ওড়না পেঁছিয়ে আত্মহত্যা করে। বেতাগী ইউপি চেয়ারম্যান নূর কুতুবুল আলম বলেন, পারিবারিক কলহের বিষয়ে ইউনিয়ন পরিষদে একটি সালিশ বৈঠক হয়। বৈঠকে দু’পক্ষের সম্মতিতে তাদের পারিবারিক কলহের একটা সমাধানও করা হয়।