• December 1, 2024

রাঙ্গুনিয়ায় শব্দদূষণে ইউএনও’র বিধিনিষেধ

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ার এক স্কুল শিক্ষিকা নুর জাহান বেগম শব্দদূষণের প্রতিকার চেয়ে ইউএনওর কাছে অভিযোগের ভিত্তিতে শব্দ দূষণ প্রতিরোধে শব্দযন্ত্র নিয়ন্ত্রণে বিধি নিষেধ আরোপ করেছেন রাঙ্গুনিয়ার ইউএনও।

উপজেলার বিভিন্ন ইউনিয়নে উচ্চ শব্দের শব্দ যন্ত্র ব্যবহার সীমিত রাখতে শব্দ দূষন আইন মেনে চলতে মাইকিং করে প্রচারণা চালানো হয়। মাইক-সাউন্ড সিস্টেম ব্যবসায়ী, কমিউনিটি সেন্টার ও সংশ্লিষ্টদের শব্দ দূষন আইন মেনে শব্দ যন্ত্রের ব্যবহারের জন্য সম্প্রতি চিঠির মাধ্যমে আহবান জানিয়েছে উপজেলা প্রশাসন।

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, গত মাসের ১৪ মার্চ নুর জাহান বেগম নামে এক স্কুল শিক্ষিকা শব্দ দূষনের প্রতিকার চেয়ে অভিযোগ করেন। মাইক-সাউন্ড সিস্টেম ব্যবহারে নিয়ম মেনে চলতে সব জায়গায় মাইকিং করা হচ্ছে। শব্দদূষণ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post